নেত্রকোনা সদর উপজেলায় লক্ষীগঞ্জ ইউনিয়নের মামুন মিয়া ও তার গর্ভবতী স্ত্রী সাবিনা আক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে কাজির আমাটি গ্ৰাম সহ অন্যান্য গ্রামবাসী নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।
আজ (১০জুলাই) শনিবার দুপুরে কাজীর আমাটি গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন মামুন মিয়ার স্ত্রী সাবিনা আক্তার, বোন আইরিন আক্তার, কাজীরা মাটি গ্রামের আব্দুল আউয়াল,কামাল হোসেন,ইউপি মেম্বার হাজিবুল, আউয়াল মিয়া, বিরামপুর গ্রামের বিপ্লব মিয়া, লেয়াকত আলি ও আব্দুল ওয়াদুদ বক্তব্যে জানায় বাদী মামলাবাজ নুরজাহান বেগম ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করে মামুন মিয়া ও তার পরিবারের ওপর অমানুষিক নির্যাতন করে মামুন মিয়ার পরিবারকে সর্বস্বান্ত করার পাঁয়তারা করছে।
নুরজাহান বেগম মামুন মিয়ার বাড়িতে দ্যা দিয়ে কোপাতে গেলে প্রাণ রক্ষার্থে মামুন মিয়ার স্ত্রী সাবিনা আক্তার লাঠি দিয়ে পায়ের নিচে আঘাত করেন পরবর্তীতে নুরজাহান বেগম এলাকার মুরব্বিদের কাছে বিচার দেন দুষ্কৃতিকারী নুরজাহানের কথা মুরুব্বিগণ না সোনায় ঘটনার দ্বিতীয় দিনে হাসপাতালে ভর্তি হয় তিন দিন পরে মাথায় আঘাত নিয়ে ফিরে যায় গ্ৰামে।এলাকার কিছু মুরুব্বি গন মিথ্যা বানোয়াট মামলার প্রত্যাহারের বিষয়টি জানালে ২০,০০০ হাজার টাকার বিনিময় মামলা নিষ্পত্তি করবে বলে জানায় মামলার বাদী নুরজাহান। বাদী এমন আরো বেশকিছু কুকীর্তির কর্মকান্ড আছে বলে জানান এলাকাবাসী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একটাই দাবি ষড়যন্ত্র মূলক এই মামলা টি যেন সঠিক তদন্তের মাধ্যমে ব্যাবস্থা গ্রহন করা হয়।