স্কুল পড়ুয়া দুই সন্তান ও স্ত্রীসহ নেত্রকোনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি মিরপুর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২০তম ব্যাচের বিসিএস (স্বাস্থ্য ) ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়ি খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় তিনি ২০১৯ সালের মে মাসে নেত্রকোনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন,এবং নেত্রকোনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও দূর্গাপুর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, এর আগে তিনি দেশের বিভিন্ন উপজেলায় সুনামের সাথে কাজ করে এসেছেন ।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম তার রোগমুক্তির জন্য পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীসহ নেত্রকোনাবাসীর কাছে দোয়া চেয়েছেন।