নেত্রকোণা-বারহাট্রা-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর গুলশান থানা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন।
নেত্রকোণা সদর ও বারহাট্রা উপজেলার নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান একটি বিশাল মিছিল নিয়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে দেশকে আরো এগিয়ে নিতে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয় দিলে আমার এলাকার মানুষের সুখে-দুখে সর্বদায় পাশে থাকবো । আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”।