আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী,নেত্রকোনা- ৪ আসনের তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন মদন উপজেলার বিএনপি’র সাবেক কৃষক দলের আহবায়ক মোঃ আল মামুন।
মদন উপজেলা সদর ইউনিয়নের পরশখিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী মিয়ার ছেলে মোঃ আল মামুন।
ঢাকার তোপকানা রোডে তৃণমূল বিএনপির অফিসে গত রবিবার (২৬ নভেম্বর )দলের চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের সাথে মত বিনিময় সভার শেষে
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন তৃণমূল বিএনপি।
নেত্রকোনার- ৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী মিয়ার সুযোগ্য সন্তান মোঃ আল মামুন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি’র মনোনয়নপত্র জমা হয়েছিল ৪৬৬টি।
মনোনয়ন প্রত্যাশীদের অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক দলের দলত্যাগী তৃণমূল নেতা।
তৃণমূল-বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আল মামুন তিনি বলেন, নেত্রকোনা- ৪ আসনের মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী তৃণমূল বিএনপি’র প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন
আমি প্রথমে ধন্যবাদ জানাই তৃণমূল বিএনপি’র সভাপতি চেয়ারপারসন সমশের মবিন চৌধুরীকে ও তৃণমূল বিএনপির সকল নেতৃবৃন্দ কে।
আমার বিশ্বাস মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী গরিব দুঃখী ও মেহনতী সাধারণ জনগণ আমার পাশে থাকবে এবং তৃণমূল বিএনপি হিসেবে আমাকে ভোট দেবে, আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
ভোটগ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার।