ঈদুল আজহার সামনে রেখে জমে উঠেছে নেত্রকোণার পুর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের বাইন্জা বাজারে অস্থায়ী পশুর হাট।
আজ বৃহস্পতবিার (১৫ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু-ছাগলের হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।
আগামী ২১জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আর মাত্র ৫ দিন বাকি। ঈদ ঘনিয়ে এলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের পরওে গ্রামের কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই হাটে এসেছে প্রায় তনি হাজার গরু। হাটে পর্যাপ্ত জায়গা থাকার কারণে ক্রেতাদের দেখা যাচ্ছে স্বাস্থ্য বিধি মনেে গরু হাটে ঘুরতে দেখা যায়।
পশুর হাটের এক বিক্রেতা বলেন, সকাল থেকে দুইটা গরু এখানে নিয়ে আসছি। । লাল গরুটার দাম উঠছে ৮০ হাজার টাকা। আর কালো গরুটার দাম উঠছে ৯৫ হাজার টাকা। এখন বাজার দরের অপেক্ষায় আছি। যে দাম আসবে সেই দামে বিক্রি করবো। লাভ-ক্ষতি যাই হোক বিক্রি করে বাড়ি যাবো।
ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচুর সরবরাহ থাকলেও দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তবে দখো যাচ্ছে কেউ কেউ আরেকটা প্রযুক্তি ব্যবহার করছেন এ হাটে।
উল্লখ্যে যে, অনলাইনে কেনা যাচ্ছে গরু প্রযুক্তি ছোঁয়া লেগেছে গরুর হাটেও। হাটে গিয়ে যারা গরু কিনতে চান না তার অনলাইন মাধ্যমে গরু-ছাগল ক্রয় বিক্রয় করছনে। অনলাইন মাধ্যমগুলো হাটের বিভিন্ন আকারের গরুর ছবি আপলোড করে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হচ্ছে । অনলাইনে ক্রেতা কোনো পশু কিনলে তার ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে।