নেত্রকোনার-৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন- নৌকার জয় হলেই শেখ হাসিনার জয় হয়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলা হলরুমে শনিবার বিকালে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও তিনি এ সময় আরও বলেন-আটপাড়া ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নে ৭ টি নৌকার বিজয় হওয়ায় শেখ হাসিনা খুশি হয়েছেন। তিনি বলেন গত শুক্রবার অনুষ্ঠিত আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির বৈঠকে,ডাঃদীপু মণি দ্বিতীয় ধাপে ময়মনসিংহ বিভাগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ফলাফল উপস্থাপন করেন। এ সময় আটপাড়ার ৭ টি নৌকার বিজয় হয়েছে শুনে জননেত্রী শেখ হাসিনা এমপি অসীম কুমার উকিলের দিকে তাকিয়ে মুচকি হেসে খুশি প্রকাশ করেন। এমপি অসীম কুমার উকিল আগামীদিনের কেন্দুয়া উপজেলার ১৩ ইউনিয়নের ইউপি নির্বাচনকে সামনে রেখে বলেন- কেন্দুয়া উপজেলায় ১৩ টি ইউনিয়নে বিগত দিনে মাত্র ৩ টি নৌকা পাস করেছিল। আগামীদিনে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ১৩ ইউনিয়নে নৌকার বিজয় দেখতে চাই। শেখ হাসিনার মুখে আবারও বিজয়ের হাসি দেখতে চাই। দলীয় নেতাকর্মীদের মধ্যে কেউ নৌকার বিরোধিতা করলে সে যত বড়ই শক্তিশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করে বলেন-গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের অবস্থা অনুভব করার কথা বলেন। তিনি কেন্দুয়ার সকল আওয়ামীলীগ ও তার সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন- কেন্দুয়া উপজেলার ইউপি নির্বাচনের তপছিল ঘোষণার পর নির্বাচনী আইন বিধির কারণে আমি কেন্দুয়া আসবো না। তার মানে এই নয় আমি নির্বাচনের খবর রাখবো না। নৌকার বিরুদ্ধে অবস্থানকারী দলীয় নেতাকর্মীরা কোন প্রকার ছাড় পাবে না। তাই সকল নেতাকর্মীর প্রতি সকল ভেদাভেদ ভূলে গিয়ে যাকেই দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সকলে কাজ করে প্রত্যেক ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান রাখেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা প্রমুখ। এ সময় কেন্দুয়া উপজেলার পৌর সভা সহ সকল ইউনিয়নের সভাপতি – সম্পাদক সহ সুধীজন,সাংবাদিকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।