ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার এইচ.এস.সি,আলিম,এইচএসসি (ভোকেশনাল) ও সমমানের কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। রবিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে ওই সব কেন্দ্র গুলো পরিদর্শন করেন। গৌরীপুর সরকারী কলেজ কেন্দ্র, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচ.এস.সি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আশরাফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কমল রায় প্রমুখ।
গৌরীপুরের সকল কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে এ পরীক্ষা বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে বলে জানান ইউএনও।