ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সমাপণী দিনে বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, মূল্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান করা হয়। বোকাইনগর উপজেলার কালিবাড়ী এলাকার মৎস্যচাষী নূর আলী শিং মাছের চাষে ভূমিকা রাখার জন্য, ডৌহাখলা ইউনিয়নের নন্দিগ্রাম এলাকার সফল মৎস্য চাষী আব্দুর রহমান পাবদা চাষে অবদানের জন্য এবং রেনু পোনা উৎপাদনে অসামান্য সফলতা রাখায় রামগোপালপুর ইউনিয়নের যতীন্দ্র চন্দ্র বর্মনের বর্মন হ্যাচারিকে পুরষ্কৃত করা হয়। সুপক রঞ্জন উকিল