
যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর শাখা যুবলীগ পৃথক কর্মসূচির মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, আলোচনাসভা ও মোমবাতি প্রজ্জলন করেছে।
উপজেলা যুবলীগের কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির প্রমুখ।
পৌর যুবলীগের কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, যুবলীগ নেতা কামাল হোসেন প্রমুখ।
অপরদিকে পৃথক কর্মসূচিতে বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা এইচএম খায়রুল বাসার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে বিজয় একাত্তর স্মৃতিসৌধে ৪৯ টি মোমবাতি প্রজ্জলন করেছে।