কবি, সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার ও সাহিত্য অনুরাগী সকলের উপস্থিতিতে নেত্রকোণার পাবলিক লাইব্রেরীতে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৬ঃ৩০ থেকে আড্ডা শুরু হয়ে শেষ হয় রাত ৯:৩০ মিনিটে। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী চলমান থাকা এই আড্ডায় সাহিত্যের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়। উক্ত আড্ডার আয়োজক সংগঠন সাহিত্য সংসদ নেত্রকোণা।
এই আড্ডায় সাহিত্য সংসদ নেত্রকোণার চার সদস্যের প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীকে সভাপতি ও কবি শাম্মী খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও সহ সভাপতি পদে ফাহমিদা রহমান সাথী এবং কবি সায়লা সুলতানা সুমির নাম ঘোষণা করা হয়েছে।
উক্ত আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও অধ্যাপক মতীন্দ্র সরকার, ছড়াকার শ্যামলেন্দু পাল, অধ্যাপক ননী গোপাল সরকার, বিশিষ্ট ব্যক্তিত্ব মোস্তাক আহমেদ, কবি ও কথাশিল্পী আনোয়ার হাসান, সময়ের জনপ্রিয় ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, কোহিনূর বেগম, পূরবী সম্মানিত, সোহরাব উদ্দিন আকন্দ, সাংবাদিক আল্পনা বেগম, কবি শাহীন সবুজ, কবি সাগর আহমেদ আরিফ, মনোয়ার হোসেন মামুন, কথাশিল্পী জালাল দেওয়ান ও কাব্যলোক ট্রাস্ট লিমিটেড এর সাহিত্য অনুরাগী অতিথিবৃন্দ।
আড্ডার আলোচনার বিষয়বস্তুর বাইরে গিয়েও উঠে আসে ঔপনিবেশিক বাংলা সাহিত্য ও বাংলা সাহিত্যের তুলনামূলক আলোচনা।
সাহিত্য সংসদ নেত্রকোণার সাধারণ সম্পাদক কবি শাম্মী খান জানান, প্রাথমিকভাবে একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। তবে খুব শীঘ্রই সকলের সমন্বয়ে এটিকে পূর্নাঙ্গ রুপ দেওয়া হবে।এছাড়াও প্রতি মাসে একটি করে এমন সাহিত্য আড্ডার আয়োজন করতে সকলের সহযোগিতা কামনা করছি।