মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নেত্রকোনা-৩ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য, মরহুম এড. এম জুবেদ আলী’র স্মরণে, স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) কেন্দুয়া অডিটোরিয়াম পাবলিক হলরুমে উপজেলা আ’লীগের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগ ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এড. আব্দুল কাদির ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোন-৩ কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যেয় এমপি অসীম কুমার উকিল বলেন, মরহুম এড. এম জুবেদ আলী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ৪ বারের সংসদ সদস্য ছিলেন।
এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও এম জুবেদ আলী’র খোঁজখবর নিতেন এবং অনেক শ্রদ্ধা করতেন। মরহুম এড. এম জুবেদ আলী সাহেবের ব্যক্তি ও রাজনৈতিক জীবনে সততার কোন ঘাটতি ছিল না। তিনি সততাকে পুঁজি করেই তাঁর কর্ম এবং রাজনৈতিক জীবন পরিচালনা করেছেন।
তাঁর মতো এমন একজন সৎ-নিষ্ঠাবান ব্যক্তি আমরা হারিয়েছি যেটা কখনো পুরন হবার নয়।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ উকিল, সান্দিকোনা ইউপি চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফারুকী, মরহুমের মেজো ছেলে আমিনুল ইসলাম তুষার প্রমুখ।
সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ৪ বারের সংসদ সদস্য এড. এম জুবেদ আলী ১৯৩০ সালের ২৫ ডিসেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে জন্মগ্রহণ করেন। গত ৩০ এপ্রিল ২০২২ বার্ধক্য জনিত কারণে ৯২ বছর বয়সে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।