ময়মনসিংহের গৌরীপুরে চাকুরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা ও ন্যায্যা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেছে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফারিয়া। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স প্রাঙ্গনে সংগঠনের উপজেলা শাখার সভাপতি এ.এফ.এম শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন জিকুর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাঁদের দাবিগুলো হচ্ছে- কথায় কথায় চাকুরি ছাটাই বন্ধ করন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বৃদ্ধি, অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন প্রভূতি। এতে এ সংগঠনের সকল সদস্যরা অংশগ্রহন করেন।