ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক সদ্য প্রয়াত অধ্যাপক আরশাদ আলীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে পাঠাগার কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের সহযোগী পরিচালক সত্যেন দাশ।
পাঠাগারের পরিচালক মন্ডলীর সদস্য আমিরুল মোমেনীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণপাঠাগারের নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর, রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, গণপাঠাগারের পরিচালক মন্ডলীর সদস্য আব্দুল কদ্দুস, উপাধ্যক্ষ এমদাদুল হক, আব্দুল্লাহ আল মামুন, মোঃ রইছ উদ্দিন, আরিফ আহমেদ, অধ্যাপক আহসানুল হক, অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, সহকারি শিক্ষক আব্দুল মালেক, রায়হান উদ্দিন সরকার, কবি আওলাদ হোসেন জসিম, কবি সেলিম আল রাজ, প্রভাষক মোখলেছুর রহমান, জোতিন্দ্র চন্দ্র বর্মণ, কবি আব্দুল ওয়াহেদ ওয়াজেদ প্রমুখ।
প্রসঙ্গত অধ্যাপক আরশাদ আলীর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালী মধ্যমতরফ এলাকায়। তিনি গৌরীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক। চলতি বছরের ১৮ জুলাই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।