বখাটেদের উৎপাতে সঠিকভাবে লেখাপড়া করতে পারছেনা আফরোজা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
২০০
বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পৌরসভার পশ্চিম দাপুনিয়ার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আফরোজা চৌধুরী। সে গৌরীপুর পাইলট বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। বেশ কিছুদিন যাবৎ তার বাড়ি সংলগ্ন স্থানে কতিপয় বখাটে গাঁজা, ও বিভিন্ন নেশায় আচ্ছন্ন হয়ে আসে পাশের বাসার মানুষ জন সহ আফরোজাকে নানাভাবে বিরক্ত করে আসতে থাকা অবস্থায় আফরোজার দাদা যাবতীয় সংবাদপত্র এজেন্ট ও গৌরীপুর সেবা সংস্থার সভাপতি মোঃ জলিল চৌধুরী প্রথমে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের বিষয়টি অবহিত করেন এবং পরবর্তীতে নিজে ঐ বখাটে ছেলেদের এ রকম অবৈধ কাজ না করতে অনুরোধ করেন, কিন্তু তার কথায় কর্নপাত না করে উল্টো তাকে দেখে নিবে বলে শাসিয়ে যায়। অপারগ হয়ে আঃ জলিল গত ১২ ফেব্রুয়ারী গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গৌরীপুর থানার এস আই মোঃ নজরুল ইসলাম ১৪ ফেব্রুয়ারী সরেজমিনে পর্যবেক্ষন করেন এবং উৎপাত বন্ধ করার আশ্বাস প্রদান করেন। গৌরীপুর থানার প্রসংশা করে আঃ জলিল বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এর সুষ্ঠু ও সুন্দর সমাধান আশা করছি।