জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরদানকারী বীর মুক্তিযোদ্ধা মরহুম হাতেম আলী মিয়ার দেশ প্রেম, অবদান ও ইতিহাস বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের নিকট তুলে ধরার লক্ষে গৌরীপুর শহরে একটি ভাষ্কর্য্য স্থাপন করার জন্য উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করাহয়।
গতকাল ১৩ নভেম্বর অপরাহ্নে উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান মারুফের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া ১৯৪৯ সালে কৃষক প্রজা পার্টির কর্মী হিসাবে সক্রিয় রাজনীতিতে যোগ দেন।১৯৫০ সালে বঙ্গবন্ধুর সাথে প্রথম সাক্ষাত করেন এবং পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গৌরীপুর শাখার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহন করেন।