শেখ হাসিনার নির্দেশে নেত্রকোনা জেলা সাবেক ছাত্র লীগের সভাপতি ও বর্তমান যুবলীগের সভাপতি পদপ্রার্থী ফয়সাল আহমেদ রনির সহযোগিতায় বন্যার্ত অসহায় মানুষের পাশে সজনের বেসে। ফয়সাল আহমেদ রনি জানান গতকাল নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়ন এর গাবারকান্দা, খৈইলশাঝুলি, মনাশ এলাকায় আজ আমাদের ক্ষুদ্র একটি প্রয়াস বন্যা কবলিত মানুষগুলোর জন্য কিছুটা সাহায্য নিয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করার।
দুর্গম এলাকা, নৌযান এর অপ্রতুলতা, বাজার হাট দোকানপাট সব কোমর পানির নীচে। যেদিক দিয়ে নৌকা নিয়ে গেলাম সেটা একটা পাকা রাস্তা ছিল, এখন কোমর পানি। আমাদের আসার সংবাদ পেয়ে কোমর পানি ভেঙে, কলাগাছ এর ভেলায় করে, ছোট নৌকা নিয়ে মানুষগুলো ছুটে এসেছে আমাদের কাছে। সারাদিন কাটিয়ে রাত ১০টায় যখন বাসায় ফিরলাম, মনের ভেতর শুধু তাদের জন্য হাহাকার।
শহুরে জীবনের আরামে থেকে আমরা এতটুকুও আঁচ করতে পারবো না তাদের দুর্দশার ভয়াবহতা, আল্লাহ সবাইকে হেফাজত করুন।