বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি নেত্রকোনা জেলা শাখা নির্বাচন ২০২৩ খ্রিঃ ,
নেত্রকোনা আইনজীবী বারের মিলায়তনে উৎসব মূখর পরিবেশে সুস্থ্য শান্তি পূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৫৬ ভোটে {০৫ টি পদে} নিরর্বাচন অংশ গ্রহন করেন ১২ জন এতে প্রতেক্ষ্য ভোটে ব্যালট এর মাধ্যমে সকাল ১০ থেকে বিকাল ০৫ টা পযন্ত ভোট গ্রহন অনুিষ্ঠত হয়েছে। নির্বাচনে রিটাইনিং অফিসারের দায়িত¦ পালন করেন এডঃ আবুল বাসার ও সহকারী রিটাইনিং অফিসারের দায়িত¦ পালন করেন এডঃ মোকাম্মেল হক রুবেল। এবং প্রিজাইজিং অফিসারের দায়িত্ব পালন করেন আইনজীবী সহকারী গোলাম মোস্তফা বাবুল। নির্বাচনে মোট {২৫৬} ভেটের মধ্যে {২৩৮} ভোট কাস্ট হয়েছে। নির্বাচনের ফলাফর ঘোষনা করেন রিটাইনিং অফিসার এডঃ আবুল বাসার। নির্বাচনের সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত সকলকে সুস্থ্য ও শান্তি পূর্ণ নির্বাচন সার্বিক সহযগিতা করার জন্যা ধন্যাবাদ জানিয়ে ফলাফল ঘোষানা করেন। সভাপতি পদে Ñ রফিকুল ইসলাম {১৩৯} ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী {৬১} ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে Ñ আবু সাইদ {১২৩} ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধী {৮১} ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ন সম্পাদক পদে Ñ ফকরুল ইসলাম খান রতন {১৪৬} ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকতম প্রতিদ্বন্ধী {৮৪} ভোট পেয়ে পরাজিত হয়েছে। সাংস্কৃতিক সম্পাদক পদে Ñ মোঃ অবুল কালাম {১৪২} ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী {৮৯} ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দপ্তর সস্পাদক পদে Ñ মোঃ মস্তোফা কামাল {১৬৫} ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী {৬৫} ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়া উল্লেখ্য যে, বিনাপ্রতিদ্বন্ধীতায় সম্পাদক মন্ডলী ও সদস্যা গন {১০} টি পদে নির্বাচিত হয়েছেন,তারা হলেন সহসভাপতি পদে Ñ জাকির হোসেন খোরশেদ, সাংগঠনিক সম্পাদক পদে Ñ আনোয়ার হেসেন শফিক, অডিটর পদে Ñ ফারুক ইয়ার খান কাজল, সম্মানিত সদেস্য পদে Ñ যথাক্রমে মোঃ মাসুদ রানা, মোঃ কাঞ্চনমিয়া, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ইলিয়াছ খান, মোঃ ওয়াসিম মিয়া, মোঃ সোহেল রনী, মোঃ আজহারুল হক আনারুল। উক্ত নির্বাচিত গণের ফলাফল ঘোষণার পর সকল নির্বাচিতদেরকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অভিন্দন জানান নব নির্বচিত সভাপতি এডঃ ব্যোমকেশ ভট্রাচার্য্য এবং সাধারণ সম্পাচক এডঃ মহিদুর রহমান তাং (লিটন) এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন আইনজীবীগণ, ও আইনজীবী সহকারীগণ, এবং নির্বাচন আহŸায়ক কমিটির আহাবায়ক সহ নির্বাচন পরিচালনার সংশ্লিষ্ঠ ব্যাক্তিবর্গ এবং নানা পেশার গন্য মান্য সুধিজন।