বাংলাদেশ ব্রাহ্মন সংসদ নেত্রকোণার উদ্যোগে ১ম ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্র শিরোমনি শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব, কেন্দ্রিয় কমিটি, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, প্রতিরোধ যোদ্ধা ৭৫, সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী আশীষ চক্রবর্তী, সহকারী অধ্যাপক, মদনপুর শাহ সুলতান (রাহ:) ডিগ্রি মহাবিদ্যালয়, নেত্রকোণা।
অুষ্ঠানের অংশ হিসেবে ১১.৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প নিবেদন, বেলা ১২.০০ ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করার মধ্য দিয়ে পরবর্তীতে বিশেষ আলোচনা ও অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান ।