কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. রইছ উদ্দিন (যুগান্তর), মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান (তৃতীয়মাত্রা), মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মনিং গ্লোরী), সাংগঠনিক সম্পাদক শাহজাহান (দেশ রূপান্তর), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস (শুভদিন), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল (গণমুক্তি), সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রাজিব (আজকের শতাব্দী), কার্য্যনির্বাহী সদস্য কমল সরকার (যায়যায়দিন), তিলক রায় টুলু (ভোরের কাগজ), রায়হান উদ্দিন সরকার (দি নিউ নেশন), ফারুক আহাম্মদ (জি নিউজ), সুপক রঞ্জন উকিল (ভোরের দর্পণ), তৌহিদুল আমিন তুহিন (দিগন্ত বাংলা), শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), কামরুল হাসান লিটন (বাংলার দূত), ওমর ফারুক স্বাধীন (বাহাদুর), তাসাদদুল করিম (বাংলার নেত্র), শামীম আনোয়ার (ফুলতারা), দেলোয়ার হোসেন (আলোর দিগন্ত)। আলোচনায় সকল কলম সৈনিকগণ দেশ ও জাতীর স্বার্থে সকলে মিলে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।