ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় (১০ এপ্রিল) সোমবার সকাল ১১.৩০ মিনিটে উপজেলার অফিসার্স ক্লাব অডিটোরিয়াম এ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতী মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, ৫নং সহনাটি ইউপি চেয়ারম্যান এস.কে রুবেল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর শিল্পকলা একাডেমির পরিচালক মন্ডলীর সদস্য ওস্তাদ এম,এ হাই, আবদুল মালেক সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিব্লব মন্ডল, সাংবাদিক ম.নুরুল ইসলাম, রায়হান উদ্দিন সরকার, সুপক রঞ্জন উকিল প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সুধীজন উক্ত সভায় উপস্থিত ছিলেন।
আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় নববর্ষের দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের আমতলীতে সাংস্কৃতিক পরিবেশনা ও বৈশাখী মেলা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হবে।