ভয়াবহ করোনার আগ্রাসন থেকে সুরক্ষিত থাকার আহবান জানিয়ে আজ কঠোর লকডাউনের প্রথম দিনে মাস্ক বিতরণ করেছে বাংলা বেকারী এন্ড কনফেকশনারী। মূলত দোকানে আসা ক্রেতা ও আশপাশের মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলমান থাকে এ কার্যক্রম। বাংলা বেকারী এন্ড কনফেকশনারীর প্রোপাইটর রীতা সরকারের নির্দেশনায় মাস্ক বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ মোরসালিন মিয়া। মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন সাকিব হাসান রনি, আবির হাসান মামুন, আরেফিন শুভ ফারুক, গবিন্দ মনিগুসাই প্রমুখ।
এ সময় তিনি বলেন, মানুষের মধ্যে মাস্ক পড়ার অনীহার কারণেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার কর্তৃক নির্দেশনায় বারবার মাস্ক পড়ার কথা বলা হচ্ছে। কারণ সঠিক মাস্কের ব্যবহারই আমাদেরকে করোনা থেকে সুরক্ষিত রাখতে পারে এবং আগামী দিনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।