নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমীর প্রচেষ্টায় আত্মসন্ধানী মরমী বাউল কবি ও সাধক জালাল উদ্দিন খানের ৫১তম প্রয়াণ দিবসে ‘জালাল স্মৃতি ম্যুরাল’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে জালাল সমাধি প্রাঙ্গণে এ ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া, আশুজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, সাংবাদিক লেখক রাখাল বিশ্বাস, সংগীত শিল্পী প্রদীপ পন্ডিত, সুসেন সাহা রায়, বাউল শিল্পী মুকুল সরকারসহ স্থানীয় শিল্পী, জালাল ভক্ত ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জালাল স্মৃতি ম্যুরাল নির্মাণের উদ্যোক্তা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুৃমী বলেন, জালাল উদ্দিন খান আমাদের গর্ব এবং অহংকার। এমন একজন গুণী মানুষের স্মৃতি ম্যুরাল নির্মাণ কাজের সাথে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আজ ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এ ম্যুরাল নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।