নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজাহারুল ইসলাম কে বারহাট্টা নিউজ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আজ সকাল ১১টায় বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বারহাট্টা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বাবুল, বারহাট্টা নিউজের সভাপতি আবুল বাশার তালুকদার, বারহাট্টা নিউজের প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক আহম্মদ, সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান আকন্দ লিংকন,মার্জিয়া শাইরীন ডালিয়া, তৌফিক আল আমিন, মোঃ নাজমুল হাসান,মোঃআতিকুল ইসলাম, মোঃ হারুন অর রশিদ, মোঃ আজাহারুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন এই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজাহারুল ইসলাম বিসিএস ৩৩তম ব্যাচের প্রশাসন কর্মকর্তা এর আগে তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা কর্মকর্তা হিসেবে সুনামের সাথে কাজ করে এসেছেন।