সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
নেত্রকোণা জেলা বিএনপি’র ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আজ সকাল ১০ ঘটিকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু। সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন নিলয় ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারদিন চৌধুরি রিমি, এস এম দেলোয়ার হোসেন,শামসুল হুদা শামীম, যুগ্মসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান সহ সদর উপজেলা, পৌরসভা এবং সরকারি কলেজ শাখা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।