ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রতিপাদ্য নিয়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাপনী দিনে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ তার বক্তব্যে বলেন, বিজ্ঞান সপ্তাহে সকল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে । সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বিভিন্ন দপ্তর প্রধানগণ, স্কুল কলেজের শিক্ষকগণ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাধ্যমিক পর্যায়ে প্রকল্প হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গিধাউষা হাসান আলী উচ্চ বিদ্যালয় ও রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে টেকনিকাল স্কুল এন্ড কলেজ, সরকারী কলেজ এবং মহিলা কলেজের শিক্ষার্থীদের প্রকল্পসমূহ।