১৪ ডিসেম্বর মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের শালীহর বধ্যভূমিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া-মাহফিল ও মোমবাতি প্রজ্জ্বলন।
উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি সাংবাদিক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন খান, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান, ফজলুল হক খান, আব্দুল মান্নান, আবুল হাশিম, প্রদীপ বিশ্বাস, এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়ক সাংবাদিক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হারুণ অর রশিদ, পৌর শাখার সভাপতি উজ্জল চন্দ্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, এসো গৌরীপুর গড়ির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিক সুপক রঞ্জন উকিল, সাংবাদিক দুদু মিয়া, হলি সিয়াম শ্রাবণ, বীর মুক্তিযোদ্ধা সন্তান আলী উসমান তুহিন, মুজিবুর রহমান, শাকিল, রাজিবুল হক রাজিব, মতিউর রহমান মতি, অন্তর, রুবেল ও এলাকাবাসী