ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় (৩ জুলাই) সোমবার শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির আঙিনায় নরোত্তম সংঘের উদ্যোগে গুরুপূর্নিমা তিথি পালন উপলক্ষে গত ৩০ জুন তারিখ হতে ২ জুলাই পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ, ২ জুলাই দিবাগত রাতে অষ্টপ্রহর ব্যাপি হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে ।
\আজ গুরুপূজার পাশাপাশি সারাদিন, সারারাতত ব্যাপী হরিনাম সংকীর্তন চলবে । উপস্থিত ভক্তদের সাথে কথা বলে জানা যায়, শ্রীধাম বৃন্দাবন (রাধাকুন্ড) থেকে গুরুমহারাজ ভাগবত রত্ন ১০৮ শ্রীল বাসুদেব দাস বাবাজি মহারাজ এর আগমন উপলক্ষে এ আয়োজন । এছাড়াও শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন নেএকোনা জেলার সিধলী থেকে আগত পরম বৈষ্ণব শ্রী লিটন বিশ্বাস ।
আগামীকাল মঙ্গলবার নগর পরিক্রমা, মধাহ্নকালীন সপার্ষদ গৌর গোবিন্দ ও ৬৪ মহন্ত ভোগ আরাধনা, ভোগ দর্শন ও মহা প্রসাদ বিতরন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি । নরোওম সংঘের সহকারী কর্নধার মুরারী দাস (মিন্টু) জানান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দের পদচারণায় মন্দির অঙ্গন মুখরিত হয়ে মহা উৎসবে পরিণত হয়েছে ।