ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বিশিষ্ট ছড়াকার, লেখক আজম জহিরুল ইসলাম (৬৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রোববার (১২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে গৌরীপুর উপজেলার গাভীশিমুল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২ টা ১৫ মিনিটে গাভীশিমুল ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
প্রবীণ সাংবাদিক আজম জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল,সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর নিউজ এর সম্পাদক মশিউর রহমান কাউসারসহ আরও অনেকেই। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে রোগে ভুগছিলেন। উনার মৃত্যুতে সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।