২৮ অক্টোবর, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা আটপাড়া উপজেলা শাখা কৃতক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও সন্তান কমান্ড আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি এইচ. এম এমদাদ নূরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রণজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা জুবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলম খান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সোহেল চৌধুরী , সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সুমন খন্দকার।