ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের ১২তম মৃত্যুবার্ষিকী (৩ জানুয়ারি) মঙ্গলবার পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল, এতিমখানায় খাদ্য বিতরণ, কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আজিজ গৌরীপুর সরকারি কলেজে স্বাধীনতা-উত্তর ছাত্র সংসদে ছাত্রলীগ মনোনীত প্যানেলে এজিএস (সহ সাধারণ সম্পাদক) নির্বাচিত হন।
৭১’র রণাঙ্গণের এই বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার পরেও বহু প্রগতিশীল ও গণতান্ত্রিক সংগ্রামে অকুতভয় একজন বীরযোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উল্লেখ্য তিনি ১৯৫১ সালে গৌরীপুরের কলতাপাড়ায় বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। অগনিত মানুষকে কাঁদিয়ে তিনি ৩ জানুয়ারী ২০১১সনের এইদিনে চিরবিদায় নেন।
এ বিষয়ে জানতে চাইলে মরহুমের ছেলে মোঃ আমিরুল হাসান (মাসুম) বলেন প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পরিবার ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করা হয় । মাসুম,
বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তাঁর পিতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থণা করেছেন।