১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন উকিল (৮ আগষ্ট) মঙ্গলবার সকাল ৯.২০ মিনিটে নেত্রকোণা সদর উপজেলার সাতপাই নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন।
দুপুর ২.৩০ মিনিটের সময় সাতপাই রামকৃষ্ণ মিশন মাঠে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভুমি আকলিমা আক্তার ও ওসি তদন্ত মজিবুর রহমান এবং সদর থানার একদল চৌকস পুলিশ সদস্যরা এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এসময় ভিউগল বাঁশিতে করুন সুর বাজানো হয়। তখন আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক থানা ডেপুটি কমান্ডার সাজ্জাদুর রহমান খান পাঠান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুদ্দিন ও রামকৃষ্ণ মিশনের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ ও এলাকাবাসী, আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গার্ড অব অনার প্রদানের পর নেত্রকোণা মহাশ্মশানে উনার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন উকিল স্বাধীনতা যুদ্ধের সময় ১১নং সেক্টরে কোম্পানী কমান্ডার আঃগনির নেতৃত্বে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।