শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

ভয়াবহ লোড শেডিং-এর প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে নেত্রকোনায় জেলা বিএনপির অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

বিদ্যুৎ খাতে চরম লুটপাট ও ভয়াবহ লোড শেডিং-এর প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে বৃহস্পতিবার নেত্রকোনায় অবস্থান কর্মসূচী ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।

নেত্রকোণা জেলা বিএনপি’র আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক-এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচী চলাকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন, আজিজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খোকন, জেলা তাতীদলের আহবায়ক সাইফুদ্দিন আহমেদ লেলিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ ইদ্রিস মিয়া, জেলা জাসাসের আহবায়ক সাদমান চৌধুরী পাপ্পু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।

অবস্থান কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, বর্তমান সরকার ও তার লোকজন বিদ্যুৎ উৎপাদনের নামে দেশে ব্যাপক লুটপাট চালানোর ফলে জ¦ালানীর অভাবে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। ভয়াবহ লোড শেডিংয়ের কারণে দেশের জনগন দুর্বিসহ জীবন যাপন করছে। তারা জনদুর্ভোগ লাঘবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin