নেত্রকোনার মদনে আপন চাচাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভাতিজা রাহাত এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন চাচা নজরুল ইসলাম (৬০)বাদী হয়ে। গত শনিবার (৫ অক্টোবর ) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে গোবিন্দশ্রী গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত রাহাত গোবিন্দশ্রী গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে (২৫)।তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে জানা যায়।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, তার আপন ছোট ভাই আব্দুল লতিফ মৃত্যুর পর সমস্ত জমি বাগ বাটোয়ারা করে নিয়ে যায় ছোট ভাইয়ের বউ। কিছু জমি আমার কাছে বিক্রি করে ও বাকি জমি অন্যত্র বিক্রি করছেন তারা।
গত শনিবারে আমার ভাতিজা রাহাত, গোবিন্দশ্রী গ্রামের ছোটন এবং চানগাঁও মৈধাম গ্রামের পলাশ সহ এলাকার কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিয়ে যায়। দোকানের জায়গা জমি তাকে না দিলে সে আমাকে দুনিয়াতে বাঁচতে দিবে না প্রাণে মেরে ফেলবে। এখন আমি আমার পরিবারসহ প্রাণনাশের আশঙ্কা বোধ করছি।
যে কোন সময় আমাকে প্রাণে মেরে ফেলবে হুমকি দিয়ে গেছে রাহাত।
এ বিষয়ে অভিযুক্ত রাহাতের আপন দাদী আচরের মা, (৮০) জানায়, আমার ছেলে আব্দুল লতিফ মৃত্যুর পর তার মা, এবং তার বোন ও রাহাত মিলে সমস্ত জমি বিক্রি করে চলে গেছে।
আমার ছেলে মৃত লতিফের যে সম্পদ পাওয়ার কথা তার চেয়েও কিছু বেশি সম্পদ সে বিক্রি করেছে। এখন আমার ছেলেকে হুমকি ধামকি দিয়ে গেছে রাহাত বাড়িতে এসে।
এ বিষয়ে অভিযুক্ত রাহাতের সাথে মোঠোফোনে কথা হলে সে জানায় আমার পৈতৃক সম্পদ এখনোও ৩ শতাংশ জমি রয়েগেছে বিক্রি করিনি এই জমি আনতে গিয়েছিলাম আমি তাকে প্রাণনাশের হুমকি দেইনি বাজারে আসতে বলছিলাম।
এ বিষয়ে , মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ নাহিদ হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।