(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)
নেত্রকোণার মদনে অটো রিকশার চাপায় ময়াজ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) মদন-ফতেপুর সড়কে কাপাসাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি মদন উপজেলা মদন ইউনিয়নে কাপাসাটিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে।
এলাকাবাসি জানান শিশুটির বাবাও মা জীবিকার তাগিদে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
এই শিশুটি নানীর কাছে থাকতো। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাড়ির সামনে গিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি অটো মিশুক ময়াজকে চাপা দেয়। এ সময় দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে শুনে আমি হাসপাতালে পুলিশ প্রেরন করেছি।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।