নেত্রকোনার মদনে সারা দেশের ন্যায় করোনা ভাইরাস সংক্রমণ রোগ বৃদ্ধি হওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।
৮ জুলাই বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে দুপুর ১২ টায় নরসুন্দর সমিতির কর্মহীন ও অসচ্ছল সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে, নরসুন্দর সমিতির প্রতি সদস্যকে নগদ ১০০০ টাকা করে মোট ৮৬ জন কে অর্থ প্রদান করা হয়।
অর্থ বিতরণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার), মদন থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার) বলেন, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায় দেশের মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে । এ লকডাউন আপনার-আমার মঙ্গলের জন্য করা হয়েছে ,মানুষ বাঁচলে দেশ বাঁচবে। আসুন আমি ও আমরা মাক্স পড়ি, করোনা থেকে মুক্ত থাকি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষদের কে সাহায্য করে যাচ্ছি ।গতকাল শিল্পীগোষ্ঠী ৩৫ জনকে ১০০০ টাকা করে অনুদান দেয়া হয়েছে এবং ৬০ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ নরসুন্দর সমিতির সদস্যদেরকে করোনা লকডাউনের কারণে কাজ বন্ধ থাকায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এ অর্থ প্রদান করা হয়েছে এবং অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আমরা যেকোনোভাবে খবর পাওয়া মাত্র অসহায় অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য পৌছে দিচ্ছি। কারো ঘরে খাদ্য না থাকলে ৩৩৩ এ কল করলে আমরা খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।