বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে। লাখো লাখো মানুষের মনে শক্তি যোগায়।এই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু পাকিস্তান শাসকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত্র বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর ডাকে বাঙালির স্বাধীনতা সংগ্রাম জনযুদ্ধে পরিণত হয়। ঐতিহাসিক এই ভাষণে উদ্দীপ্ত হয়ে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত আর ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে আজ নেত্রকোনার মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আর গভীর ভালোবাসায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
ঐতিহাসিক ৭ই মার্চের উপলক্ষে উপজেলার পাবলিক হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সাথে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা বুলবুল আহমেদ, ভূমি সহকারী কমিশনার মোঃ শাহানুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার),উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহিম, ওসি মোঃ ফেরদৌস আলাম প্রমুখ।