মদনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত
মদনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস উদযাপন করা হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পুষ্পার্ঘ্য নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতিবীর বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, কৃষি কর্মকর্ত হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা, নূরুলহুদা খান, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, সাবেক জেলা পরিষদ সদশ্য আয়শাআক্তার,, ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল আলম,এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রী ও বিভিন্ন গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন। ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঅংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সুদর্শন আচার্য্য