নেত্রকোনার মদনে এক কলেজ ছাত্রীকে (১৯) প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করে রাখে বখাটে। ঐ ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বেশ কয়েকবার ধর্ষণের অভিযোগে মদন থানায় মামলা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি শনিবার রাতে মদন থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত ওয়াসিম আকরাম (২৫)কে প্রধান আসামি করে, তিনজনের নাম উল্লেখ করে, মামলা করেছেন, ভুক্তভোগী কলেজ ছাত্রীর পিতা ।
মামলার এজহার ও ভুক্তভোগীর পিতার সঙ্গে কথা বলে, জানা যায় , ভুক্তভোগী কলেজ ছাত্রী মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। কলেজে আসা যাওয়ার সুবাদে প্রায় সময়ই ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত।
একই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলা পৌরসভার এমদাদপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে অসীম আকরাম।
এক পর্যায়ে প্রেমের ফাঁদে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করে রাখে অসীম আকরাম।
উক্ত ভিডিও চিত্র ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই কলেজ ছাত্রীকে।
গত ২৬ জানুয়ারি ২০২৩ তারিখে কলেজ ছাত্রীকে বিয়ে করবে বলে, প্রলোভনে মোবাইল ফোনে ডেকে নিয়ে আবার ধর্ষণ করে (অভিযুক্ত) অসীম আকরাম।
উক্ত বিষয়টি জানাজানি হলে, এমদাদপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ভুক্তভোগী কলেজ ছাত্রীর পিতাকে ডেকে নিয়ে , অসীম আকরামের পরিবার বিষয়টি মেনে নিয়ে বিয়ের করাবে বলে, সমাধানে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন।
ভুক্তভোগী কলেজ ছাত্রীকে বিবাহ করবে বলে, বিষয়টি সমাধানের লক্ষ্যে কথা বলে, অভিযুক্ত অসিম আকরাম এ সুযোগে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে, অভিযুক্ত অসিম আকরাম এর মা, এ প্রতিনিধি জানায়, আমার ছেলেকে ওই মেয়ের বড় বোন, ও সে দুজনে মিলে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে।
মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।