নেত্রকোনার মদন উপজেলার ২নং চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা কেটে ব্যক্তি মালিকানা ড্রেন নির্মাণের লিখিত অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
গত ( ১১ এপ্রিল) রোজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
রত্নপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে, ২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদের এলজিএসপি করা রাস্তা কেটে ড্রেইন নির্মাণের অভিযোগে সরেজমিনে গিয়ে দেখা যায়,এলজিএসপির রাস্তার পাশে দিয়ে ব্যক্তি মালিকানা কাজের জন্য সরকারিভাবে কোন প্রকার অনুমোদি ছাড়াই ২/৩ তিন ফুট চওড়া করে এ ড্রেন নির্মাণের কাজ চলছে । উক্ত ড্রেন করার কারণে, রত্নপুর গ্রামের সিরাজ উদ্দিনের পুকুরপাড় লাগানো বাঁশ জার, ও বিভিন্ন প্রজাতির গাছপালা সহ পুকুরপাড় ভেঙে পড়ছে।
এতে করে কৃষক সিরাজ উদ্দিন এর পুকুর পাড়ে লাগানো গাছপালা ও পুকুরপাড় ভেঙে পড়ছে, গাছের পাতা পচে উপরের মাছ মরে যাওয়ায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায়।
কৃষক সিরাজ উদ্দিন ড্রেন নির্মাণ কাজে বাধা দিতে গেলে , কাজ বন্ধ না করে, উল্টো তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন।
উক্ত ড্রেনের কাজে জড়িত থাকা এলাকার প্রভাবশালী মহলে একজন এনামুল হকের সাথে কথা হলে সে জানায়, সরকারিভাবে লিখিত অনুমোদন নিয়েই এ ড্রেনের কাজ করছি। সিরাজ উদ্দিনকে কেউ প্রাণনাশের হুমকি দেয়নি।
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম তালুকদার তিনি বলেন, লিখিতভাবে অনুমোদন নিয়েছে কিনা তা আমার জানা নেই। তবে সরকারি হালট সিরাজ উদ্দিন মিয়ার পুকুরের পাড় কিছুটা পড়েছে। এলাকাবাসী সরকারি হালট দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নিতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন তিনি এ প্রতিনিধিকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।