নেত্রকোনার মদন পৌরসভা মদন বাজারে সোনালী ব্যাংকের পাশে ওলিউল্লাহ বাবুল মিয়ার, বাসায় কাঠের টিনের ঘরে রাতের আঁধারে কে বা কাহারা আগুন ধরিয়ে দেওয়ায়, বাবুল মিয়া মদন থানায় একটি অজ্ঞাতনামা সাধারণ ডাইরী দায়ের করেছেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ রয়েছে ১৫ এপ্রিল রোজ শনিবার প্রতিদিনের মত রাতের খাবার দাবার শেষে ঘুমিয়ে যান বাবুল মিয়া ও তার পরিবার। হঠাৎ করে আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের দিকে লোকজনের ডাক চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখেন, তার কাঠের টিনের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।
তখন আশেপাশের লোকজন ও মদন ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে করে ওলিউল্লাহ বাবুল মিয়ার ২ লক্ষ টাকার মত ক্ষতি সাধন উল্লেখ করে থানায় সাধারন ডাইরি দায়ের করেছেন ।
ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ওলিউল্লাহ বাবুল মিয়া জানান, কে বা কারা শত্রুতা বশীভূত হয়ে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়ে এই ক্ষতি সাধন করেছে।ভবিষ্যতে যদি এই আগুন ধরিয়ে দেওয়া ক্ষতির বিষয়টি প্রমাণিত হয়, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সাধারণ ডায়েরি বিষয়টি মদন থানা ডিউটি অফিসার এ এসআই রহমাতুল্লাহ নিশ্চিত করে বলেন, দুই লক্ষ টাকা ক্ষতি সাধন উল্লেখ করে ওলিউল্লাহ বাবুল একটি সাধারণ ডায়েরি করেছেন, বিষয়টি ওসি স্যারের নির্দেশে তদন্ত করে দেখা হবে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে সাধারণ ডাইরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।