এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি মদন পৌর মেয়র সাইফুল ইসলাম (সাইফ), নেএকোনা থেকে আগত যুবলীগের আহবায়ক মাসুদ খান( জনি) যুবলীগ যুগ্ন আহবায়ক জামিউল ইসলাম খান (জামি) , যুগ্ন আহবায়ক দেওয়ান (রনি) মদন উপজেলা শাখার যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম , কাইটাইল ইউনিয়নের যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন(বেলাল) যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
পৌর মেয়র সাইফুল ইসলাম (সাইফ) প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার স্বপরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জাতীয় শোক দিবসে উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে খাবার ও ত্রাণ হাতে তুলে দেন মেয়র ও নেত্রকোনা জেলা যুবলীগ আহবায়ক মাসুদ খান জনি।
নেত্রকোনা আওয়ামী যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি বলেন, আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ,বঙ্গবন্ধু ও তার স্বপরিবারের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন, এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন । বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ সোনার বাংলাদেশ। মাননীয় জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করেন।