আজ ১৩ সেপ্টেম্বর সরজমিনে গিয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মদন ভুমি অফিসের নায়েব দেলোয়ার হোসেন( সেন্টু ) ও সার্ভেয়ার মোঃ হাদিউল ইসলাম, দু’পক্ষের আমিন ছিলেন, মোবারক হোসেন তুপস, ও শ্রী মানিক চন্দ্র সরকার, মদন ইউনিয়নের ৫ ওয়ার্ডর ইউপি সদস্য মোঃ আবুল কাশেম মানিক, মদন পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ বদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলি উসমান, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে নির্ধারণ করেন সরকারি হালট।