নেত্রকোনার মদনে বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখায় ২৩ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা ৩য় বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মদন প্রেসক্লাব সাবেক সভাপতি জাকির হোসেন উজ্জলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে দৈনিক নাগরিক ভাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক আলী আজগর পনিরের সঞ্চলনায়,বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখায় এক আলোচনা সভার আয়োজন হয়েছে।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুফতি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, প্রেসক্লাব সাবেক সভাপতি আল আমিন তালুকদার,দৈনিক নবরাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) আলী আজগর পনির, সিনিয়র সহ-সভাপতি এম এ শফিকুল ইসলাম, সাংবাদিক কবি হান্নান শাহ, সাংবাদিক শফিউল আলম রানা, সাংবাদিক তানভীর আহমেদ,এম এ হায়দার লালন, শফিকুল ইসলাম প্রমুখ ।