নেত্রকোনার মদনে নাশকতা প্রতিহত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির দলীয় উপজেলা কার্যালয়ে।
রোজ মঙ্গলবার ০৬ আগস্ট বিকাল ৪টার দিকে মদন উপজেলা বিএনপির কার্যালয়ে
এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাংগঠনিক লালু , সাবেক যুবদল সভাপতি সাইফুদ্দিন আহমেদ সেকুল, সাবেক পৌর বিএনপির সভাপতি সম্রাট, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ভুলু মিয়া, বিএনপি নেতা মদন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মানিক, সাবেক যুবদল সভাপতি ফজলে এলাহী টুটন, যুবদল সভাপতি রুবেল, যুবদল সাধারণ সম্পাদক কবির, মদন উপজেলা ভাই চেয়ারম্যান এম এ সোহাগ, পৌর ছাত্রদল সভাপতি মিটু, পৌর বিএনপি নেতা আঙ্গুর মিয়া,
বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, রিপন, সাবেক পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক বকুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল আলম, উপজেলা মাঘান ইউনিয়নের বিএনপির সভাপতি দ্বীন ইসলাম ভূঁইয়া, নায়েক পুর ইউনিয়নের বিএনপির সভাপতি লিটন, মদন পৌর বিএনপির সভাপতি সুরুজ মিয়া,
বাংলাদেশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি ২ নং চান্দগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, বিএনপি নাশকতার দল নয় এই মুহূর্তে কোন প্রকার মদনে নাশকতা করতে দেওয়া যাবে না, আমরা সকল নেতারা রাত জেগে নাশকতকারীদের প্রতিহত করব, কোন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা যাবে না, রাষ্ট্রিয় সম্পাদ রক্ষা করব।
তিনি এও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতি আহ্বান জানান, নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন দেওয়ার জন্য দাবি জানান।