নেত্রকোনার মদন উপজেলায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা শাহিন মাস্টার(৪০), জসিম উদ্দিন,(৪৫) ইমন (২৪)তিন জনকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
গত শনিবার (১৯ অক্টোবর ) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত (০১ সেপ্টেম্বর)২০২২ ইং তারিখে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান মিন্টু( নবাব )মিয়ার (২৪) মনোহারি দোকান ভাঙচুর ও তাকে মারধর করে এবং ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ লোকজন মিলে।
গত ১৮ অক্টোবর ২০২৪ রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ (৭০)কে প্রদান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করে এবং ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত নামা আসামি করে এ মামলা দায়ের করেন মৈধাম গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ মেহেদী হাসান মিন্টু মিয়া বাদী হয়ে।
নাশকতা, নিয়ন্ত্রণ বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় শাহিন মাস্টার(৪০), জসিম উদ্দিন (৪৫), ইমন (২৪)তিন জনকে রবিবার (২০অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়।
মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাহিদ হাসান আওয়ামিলীগের ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টা নিশ্চিত করেন।