নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও দাখিল মাদ্রাসা সুপার পদে নিয়োগ পরীক্ষা বিভিন্ন অনিয়মসহ নানা অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে সংশ্লিষ্ট নিয়োগ বোর্ড।
গত ২৭ জুলাই রোজ শনিবার সকাল ১১ টার দিকে নোয়াগাঁও দাখিল মাদ্রাসা সুপার পদে লিখিত পরীক্ষা নিতে গেলে অনিয়মে উঠে আসায় নিয়োগ পরীক্ষা বাতিল করে ডিজি প্রতিনিধি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার শূন্যপদে সুপার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর সুপার পদে ৪ জন প্রার্থী আবেদন করেন।
২৭ জুলাই রোজ শনিবার সকালে মাদরাসা ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যাপক হারুনুর রশিদ ডিজি প্রতিনিধি উপস্থিত হন।
নিয়োগ পরিক্ষা শুরু করার আগে মাদরাসা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ছদ্দু মিয়া, সাইফুল ইসলাম, বাবুল মিয়া এবং আব্দুর রউফ তারা চারজন সুপার পদে এই নিয়োগে অসম্মতি প্রকাশ করেন।
উপস্থিত ডিজির প্রতিনিধি ও মদন উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট নিবে অসমতি প্রকাশ করে অভিযোগ দায়ের করেন যে নিয়োগ বোর্ড গঠন ছাড়া ও কমিটির মিটিং আহবান না করে মনগড়া রেজুলেশন দেখিয়ে নিয়োগ বোর্ড গঠন করে পরিক্ষা গ্রহনের আয়োজন করেন।
অভিযোগের ভিত্তিতে ডিজির প্রতিনিধি ভারপ্রাপ্ত সুপার মাওঃ হেলাল উদ্দিন কে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি উক্ত অভিভাবক সদস্যদের অভিযোগ স্বীকার করেন। অভিযোগের বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের স্বীকারোক্তির পর এ নিয়োগ পরিক্ষা স্থগিত করেন।
এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিগন মাদরাসা কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। সভাপতি দীর্ঘদিন মাদরাসা কমিটির সভাপতি থাকার কারনে পছন্দের প্রার্থীকে মোটা অংকের বিনিময়ে অযোগ্য লোককে অত্র মাদরাসায় নিয়োগ দিয়ে মাদরাসা শিক্ষার মান নষ্ট করার পায়তারা করছে।
মাদ্রাসার অভিবাবক সদস্য আব্দুর রউফ বলেন, নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় আমরা জানি না। নিয়োগ কমিটি কবে কখন গঠন হয়েছে সে বিষয়ে আমরা অবগত নই।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ মোঃ হেলাল উদ্দিন সদস্যদের অভিযোগ স্বীকার করে বলেন, অভিভাবক সদস্য চার জন ডিজির প্রতিনিধিকে বলেছেন তারা এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছুই জানেনা এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নিয়োগটি বাতিল করেছেন।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মহিবুর রহমান এর কাছে নিয়ােগ পরিক্ষাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, অভিভাবক সদস্যরা এ নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে জানেনা অভিযোগ দিয়েছে ডিজি প্রতিনিধির কাছে তাই নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।
ডিজি প্রতিনিধি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক মোঃ হারুনুর রশিদ তিনি জানান, আবেদনকারীদের সঠিক কাগজপত্র না থাকার কারণে এবং অভিভাবক সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপার পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।