নেত্রকোনার মদন পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়া, রবিন মিয়া, বাকি মিয়া, পৌর আইন নিয়মকানুন তোয়াক্কা না করে খোলা টয়লেট বা লেট্রিন ব্যবহার করে পরিবেশ দূষিত করছে, এমন একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।
অভিযুক্ত রোকন মিয়া মৃত সোহরাব আলির ছেলে, ও রবিন মিয়া কাঞ্চন মিয়ার ছেলে, বাকি মিয়া আনোয়ার আলীর ছেলে।
অভিযোগের আলোকে জানা যায়, মোঃ আলী আহম্মদ তালুকদার মদন পৌরসভার দেওয়ান বাজারের রাস্তার দক্ষিণ পাশে দীর্ঘ ৩০ বছর যাবত বসবাস করছেন এই এলাকায়। সরজমিনে গিয়ে দেখা যায়, তার বসবাসের ঘরের সামনে খোলা টয়লেটের ময়লা আবর্জনা ছেড়ে রাখার কারনে, আশ পাশের পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধে জন্য বাসা বাড়িতে থাকা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে বারবার নিষেধ করার পরও খোলা টয়লেটের লাইনটি বন্ধ না করার কারণে,অপারগ হয়ে আলী আহম্মদ তালুকদার, পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর বরাবর লিখিত এক অভিযোগ দায়ের করেছেন তাদের বিরুদ্ধে ।
খোলামেলা বা কাঁচা লেট্রিন ব্যবহার করে পরিবেশ দূষিত হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে, অভিযুক্তদের একজন রোকন মিয়া বলেন, মাটি চাপা দিয়ে টয়লেটি আমারা বন্ধ করে দিব।
এ বিষয়ে ৭ নং ওয়ার্ড কমিশনার বাবু প্রার্থনাথ বৈশ্য সজল তিনি এ প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়েছি, খোলা টয়লেট পরিবেশ দূষিত করে, পৌর শহরে খোলা লেট্রিন বা টয়লেট সম্পূর্ণ নিষেধ, বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে পৌর মেয়র সাইফুল ইসলাম (সাইফ) তিনি বলেন, পৌর শহর এলাকায়, খোলা বা কাঁচা লেট্রিন পরিবেশ দূষিত করে। পরিবেশ সুরক্ষার্থে তা কোন ভাবেই কাম্য নয়। পরিবেশ দূষিত করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।