নেত্রকোনার মদনে বিবাহের দিন (বর) পাপ্পু মিয়া (২২) এর বাড়িতে মনি আক্তার (২৫) নামের এক প্রেমিকা এসে হাজির । অতঃপর প্রেমিকা বরের বাড়িতে আত্মহত্যার চেষ্টায় স্টিলের চাকু দিয়ে নিজের পেটে নিজেই আঘাত করে গুরুতর আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্বজনেরা মনি আক্তার কে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
১৬ই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। কাইটাইল ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামে।
আহত প্রেমিকা মনি আক্তার নায়েকপুর ইউনিয়নের আখাঁশ্রী গ্রামের শাজাহান মিয়ার কন্যা।(বর) পাপ্পু মিয়া কাইটাইল ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও (বর) পাপ্পুর মিয়া পরিবারের সূত্রে জানা যায়,
(১৬ মার্চ )রোজ বৃহস্পতিবার নতুন জামাই (বর) পাপ্পুর মিয়ার সাথে কেন্দুয়া উপজেলাধীন চিতুলিয়া গ্রামের দুলালের কন্যা ,দুলনা আক্তার (১৮) এর সাথে বিবাহ হওয়ার কথা ছিল।আনুষ্ঠানিকতার সহিত কন্যার বাড়িতে (বর) নতুন জামাই সেজে যাওয়ার কথা ছিল,ঠিক তখনই এই ঘটনাটি ঘটেছে।
মনি আক্তারের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল পাপ্পু মিয়ার।
প্রেমিক পাপ্পু মিয়া তাকে বিবাহ না করে অন্যত্র বিবাহের দিন তারিখ ঠিক হওয়ার কথা শুনে চট্টগ্রাম থেকে রাতের (বাসে) করে মনি আক্তার বরের বাড়িতে সকালে এসে হাজির হয়।প্রেমিক পাপ্পু তাকে বিবাহ না করে,অন্যত্র বিবাহ করবে। এ কথা সহ্য করতে না পেরে প্রেমিকা মনি আক্তার এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানায় এলাকাবাসী।
এ ঘটনার পর থেকে নতুন ( বর) পাপ্পু মিয়া (পলাতক) রয়েছে, ছেলের পরিবার জানায়।
এ বিষয়ে জানতে চাইলে, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় হাসপাতালে পুলিশ গিয়েছিল।এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।