নেত্রকোনার মদন উপজেলার (মাঘান) ইউনিয়নে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প কমিটির পিআইসি (সভাপতি) মাহবুব মিয়ার বিরুদ্ধে।
উপজেলা মাঘান ইউনিয়নের তলার হাওরে বাঁধ নির্মাণের মাটি কাটা কাজের গুণগতমানের কথা অসন্তোষ প্রকাশ করে, মাঘান গ্রামের অনেক কৃষকই বলেন, ফসল রক্ষা বাঁধের প্রয়োজন হয়,যেই দিক দিয়ে পানি এসে ,কৃষকের ফসলী (জমি) আগাম বন্যার কারণে কৃষকের ধানের জমি তলিয়ে যায়, কৃষকের তখন কষ্টের সীমা থাকে না।
কৃষকের এই কষ্ট দূর করার জন্য, সরকার কর্তৃক মাঘান ইউনিয়নের তলার হাওরে
১৫ লক্ষ ৪৬ হাজার ৫ শত ৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে (১২০০ শত মিটার) মাটি কেটে ফসল রক্ষা বাঁধ নির্মাণ সংস্কার কাজ করার জন্য
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো কর্তৃক।
তলার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজের প্রকল্পের পিআইসি (সভাপতি) মাহবুব মিয়াকে।
উক্ত কাজের (সাইনবোর্ড) না, লাগিয়ে তথ্য গোপন করে, কোনরকম দায় সারা ভাবে কাজ করছেন, পিআইসি (সভাপতি) মাহবুব মিয়া। কাজের গুণগতমান ভাল না করে, টাকা আত্মসাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পিআইসি (সভাপতি) কৃষকের অভিযোগ।
এ বিষয়ে প্রকল্পের পিআইসি (সভাপতি) বর্তমান ইউপি সদস্য মাহবুব মিয়া বলেন, ভেকু দিয়ে মাটি কেটে (টাল) দিয়ে রাখছি। অনিয়মের বিষয়ে জানতে চাইলে, সে জানায়, ভেকু দিয়ে মাটি কাটছি এলোমেলো হয়ে আছে এখন, মাটি আস্তে আস্তে ড্রেসিং করলে ঠিক করে দিব।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা শাহরীন এ বিষয়ে বলেন, ফসল রক্ষা বাঁধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কাজের গুণগতমান পরিদর্শন করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান এ প্রতিনিধিকে বলেন, ফেব্রুয়ারি মাস পর্যন্ত কাজের সময় আছে। কাজের গুণগত মান ভালো করার। এরপরে যদি কাজের মান খারাপ হয়, তবে তার বিরুদ্ধে অফিসিয়াল ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।