নেত্রকোনার মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগে উঠেছে নিউ আশা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত তৃতীয় তলা নতুন ভবনের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও সিডিউল বহির্ভূতভাবে কাজ করায় চলমান নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
৪ এপ্রিল রোজ মঙ্গলবারএ ঘটনাটি ঘটেছে মদন ইউনিয়নের কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার প্রকৌশলীর তত্ত্বাবধানে কুলিয়াটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা নতুন ভবনের কাজ ১ কোটি ৯ লক্ষ ৮৫ হাজার ৭শত টাকা টেন্ডারে নিউ আশা ঠিকাদারি প্রতিষ্ঠানের মুজাহিদ নামের ঠিকাদার কাজটি পায়।
৪ এপ্রিল রোজ মঙ্গলবার দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছিল। ছাদ ঢালাইয়ের তিটনেস ৫ ইঞ্চি দেওয়ার কথা থাকলেও ৫ ইঞ্চি না দিয়ে ৪ ইঞ্চি হওয়ার কারণে স্কুল ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী কাজ বন্ধ করে রাখে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের দেখভাল করায় শফিকুল ইসলামকে আটক করে।পরবর্তীতে এলজিডি উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়ালসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ গিয়ে তাকে উদ্ধার করে।
কুলিয়াটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান আকন্দ তিনি বলেন, নতুন ভবন নির্মাণের কাজের ছাদ ঢালাই হচ্ছিল। ছাদ ঢালাই ৫ ইঞ্চি তিটনেস না করে ৪ ইঞ্চি করার কারণে, এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। ছাদ ঢালাই ৫ ইঞ্চি তিটনেস না দেওয়ার কারণে এ ঘটনাটি ঘটেছে বিদ্যালয়ে।
নিউ আশা প্রতিষ্ঠানের ঠিকাদার মুজাহিদ মিয়ার সাথে কথা হলে, তিনি বলেন, আজ ছাদ ঢালাই হচ্ছিল, আমি উপস্থিত না থাকার কারণে, ছাদ ঢালাইয়ের কিছু জায়গা ৫ ইঞ্চি না করে ,৪ ইঞ্চি করার কারণে এ ঘটনাটি ঘটেছে।যে জায়গা পরিমাণে কম হয়েছে তা পুনরায় মাল দিয়ে ৫ ইঞ্চি তিটনেস করা হবে।
উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, আমার উপসহকারী আমাকে জানায় ছাদ ঢালাই ৫ ইঞ্চি তিটনেস না করে ৪ ইঞ্চি হওয়ার কারণে এলাকাবাসী কাজ বন্ধ করে রেখেছে। তাই ঘটনার স্থল পরিদর্শন করে ৫ ইঞ্চি করার নির্দেশনা প্রদান করি। এই মর্ম এলাকাবাসী চলে যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে আটক করা হয়েছিল তা ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন তিনি এ প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়ালকে কে ঘটনাস্থলে পরিদর্শন করে সঠিক তদন্ত করে পরবর্তী কার্যক্রম করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।